ফুড অর্গানাইজেশন, বাংলাদেশ -এর সরাসরি ডিজিটাল কথোপকথন

May 14, 2020
@ ফুড অর্গানাইজেশন, বাংলাদেশ।
করোনা ভাইরাস (কোভিড – ১৯) -এর এই বৈশ্বিক দুর্যোগে যারা দেশ ও দেশের মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ফুড অর্গানাইজেশন, বাংলাদেশ -এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

ফুড অর্গানাইজেশন, বাংলাদেশ (এফওবি) প্রথম বারের মত খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের বেতন , বোনাস ও জীবনের সুরক্ষা নিশ্চিত করণের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ডিজিটাল কথোপকথনের আয়োজন করাতে যাচ্ছে।
এবারের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে “করোনাভাইরাস দূর্যোগে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান“
উক্ত আলোচনায় অংশ নিতে আমাদের সাথে থাকছেন –
১. জনাব ইব্রাহিম খলিল
উপ-ব্যাবস্থাপনা পরিচালক
মক্কা কনজিউমার ফুডস লিঃ
২. জনাব মোঃ আরিফুজ্জামান
মহাব্যবস্থাপক
প্রতীক ফুড এন্ড অ্যালাইড লিঃ
সবাইকে ফুড অর্গানাইজেশনের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইলো।
স্বাগত! কৃত্রিমমতার ভীড়ে অকৃত্রিম ও নির্ভেজাল খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা সাবলীল হোক!!