বাংলাদেশ: নভেল করোনা ভাইরাসের পথ চলা

April 06, 2020
মোঃ কামাল হোসেন, খাদ্য গবেষক, কাসেল বিশ্ববিদ্যালয়, জার্মানী।
পৃথিবীর প্রায় ২০৮ টি করোনা (কোভিড-১৯) সংক্রমিত দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, জার্মানী, চীন, ফ্রান্স এবং ইসলামিক রিপাবলিক অফ ইরান সহ সর্বমোট ৭ টি দেশের সংক্রমণের সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে ২ লক্ষেরও বেশি [১]।

কোন পথে হাটছে বাংলাদেশ?
উপরোক্ত পরিসংখ্যান পর্যালোচনায় করোনা সংক্রমণের বর্তমান পথ চলাকে দুই ভাগে বিভক্ত করা যায়। যেখানে চীন এবং ইরান এক ভাগে (ক্লাস্টার-বি), অন্য ভাগে (ক্লাস্টার-এ) আছে জার্মানী সহ সর্বমোট ৫ টি দেশ।
“ক্লাস্টার-এ” এর বেশির ভাগ দেশই শতকের ঘর ছুঁয়েছে ২৫ থেকে ৪৫ দিনে। আই ই ডি সি আর – এর তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে যে বাংলাদেশও সেই পথ ধরে হাটছে [২]। এছাড়াও, সবচেয়ে কঠিনতম সত্য হচ্ছে শতক থেকে সহস্র ছুঁয়েছে সর্বোচ ৬ থেকে ১৩ দিনে। যা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত চিন্তার বিষয়।
তবে, এই চিন্তা মুক্তির একমাত্র হাতিয়ার হতে পারে জনসাধারণের সচেতনতা। এই মুহূর্তে জনসচেতনতার যে বিষয় গুলো আমাদের মেনে চলতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে –
১. সামাজিক দূরত্ব বজায় রাখা।
২. প্রতি ঘন্টায় অন্তত একবার সাবান দিয়ে হাত ধোয়া।
৩. বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়া।
৪. প্রতিদিনের খাবারে ভিটামিন-সি সমৃদ্ধ ফল-মূল ও শাক-সবজি রাখা।
৫. করোনা ভাইরাসের লক্ষন দেখা দিলে আঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
Its excellent as your other posts : D, thankyou for posting . “History is a pact between the dead, the living, and the yet unborn.” by Edmund Burke. Aile Worth Evoy
Valuable information as always. Thank you for taking the time to share. Lorenza Adolpho Vedetta